| |
               

মূল পাতা উপমহাদেশ ইয়াস আঘাত হেনেছে ভারতের ওডিশায়


ইয়াস আঘাত হেনেছে ভারতের ওডিশায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     26 May, 2021     02:28 PM    


প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ইতোমধ্যে আঘাত হেনেছে ভারতের ওডিশায়। দেশটির পশ্চিমবঙ্গেও এটি আছড়ে পড়েছে। এর প্রভাবে ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইয়াসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে চট্টগ্রামের পতেঙ্গা, পতেঙ্গা সমুদ্রসৈকতের জেলেপাড়া এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে সমুদ্রের পানির ঢেউয়ের আঘাতে গাছপালা উপড়ে গেছে, প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি হচ্ছে উপকূলীয় জনগোষ্ঠীর।

তবে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় যশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই যশের। ফলে ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। এছাড়া যশের প্রভাবে দেশে আরো ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।’