মূল পাতা মুসলিম বিশ্ব যে কারণে সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 April, 2021 02:42 AM
সম্প্রতি সৌদি সরকার সে দেশের স্কুলে রামায়ণ-মহাভারত পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, যুবরাজের ‘ভিশন ২০৩০’-এর উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছেন দেশটির যুবরাজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত জানা যাচ্ছে, সৌদি যুবরাজের সেইসব পরিকল্পনা অনুযায়ী, দেশটির প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন ধর্মের পাশাপাশি সৌদি আরবের স্কুল পাঠ্যসূচিতে যোগ করা হয়েছে রামায়ণ ও মহাভারতের পরিচয়। সেইসঙ্গে যোগ এবং আয়ুর্বেদ সম্পর্কেও বেশ কিছু বিষয় পড়ানো হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে অন্যান্য দেশের ইতিহাস এবং সংস্কৃতি অধ্যয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে দেশটির সংশ্লিষ্টরা জানাচ্ছেন।
এ উদ্যোগ নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এমনকি এ নিয়ে খোদ সৌদি বাসিন্দাদের মধ্যেও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, অন্যান্য দেশের ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়নের জন্য রামায়ণ এবং মহাভারত ছাড়াও আরো অনেক বিষয়ই আছে যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।
তবে ভারতীয় বা হিন্দু ধর্মাবলম্বীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি রামায়ণ এবং মহাভারতের মাধ্যমেই বৈশ্বিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে।
প্রসঙ্গত, দেশটির নানামুখী পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির আদি ইসলামী ঐতিহ্যকে ‘কট্টরপন্থা’ আখ্যা দিয়েছেন। বিপরীতে দেশে ‘মধ্যপন্থী ইসলাম’ প্রতিষ্ঠার কথা বলছেন এ যুবরাজ। তবে বিশ্লেষকরা বলছেন, ‘মধ্যপন্থা’র নামে তিনি আসলে পশ্চিমা ভাবধারা ও সংস্কৃতিকেই আমদানি করছেন।