মূল পাতা মুসলিম বিশ্ব পিছু হটল ইসরাইলি বাহিনী, উল্লসিত ফিলিস্তিনিরা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 April, 2021 02:51 AM
ফিলিস্তিনিরা প্রতিবাদে সব সময়ই অসম সাহসী। কোনও কিছুই তাদের দমাতে পারে না। এবার ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরাইলি বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আন্দোলনের পর রোববার দামেস্ক গেটের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয় ইসরাইলের পুলিশ। এরপরই প্রচুর মানুষ দামেস্ক গেটের সামনে আসে।
ঐতিহাসিক চত্বরটিতে রমজান উপলক্ষে আবারও ইবাদত শুরু করেন তারা। দামেস্ক গেট পূর্ব জেরুজালেমের ইসরাইল অধিকৃত এলাকার মধ্যে পড়েছে। রমজানের শুরু থেকেই মুসলমানরা সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধা পায়। তখন থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। করোনার কারণ দেখিয়ে গত বছর রমজানে দামেস্ক গেটের সামনে রমজানের আমল পালন বন্ধ করে দেওয়া হয়েছিল।
দামেস্ক গেটে সমবেত হওয়ার অনুমতি পাওয়ার পরপরই রোববার রাত থেকে সেখানে আনন্দ-উল্লাস শুরু করে ফিলিস্তিনিরা। এর আগে, ইসরাইলি পুলিশ লাঠি-সোটা নিয়ে, দুর্গন্ধযুক্ত পানি নিক্ষেপ করে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ ঘটনায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আরও অন্তত ৫০ জন।