রহমতটোয়েন্টিফোর ডেস্ক 08 April, 2021 02:17 PM
করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শপিং মল-মার্কেট বন্ধ ছিল। এবার সেগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। জানা গেছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও ও যথারীতি চলমান থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সব শপিংমল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
-জেড