| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন হাইয়াতুল উলইয়ার পরীক্ষা পেছাল


হাইয়াতুল উলইয়ার পরীক্ষা পেছাল


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     30 March, 2021     12:42 PM    


কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস পরীক্ষা ৩ দিন পেছানো হয়েছে। ৩১ মার্চের পরিবর্তে ৩ দিন পিছিয়ে পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল।

মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, মোদি বিরোধী আন্দোলনে পরীক্ষার্থীদের মধ্যে যারা আহত হয়েছে, সুস্থ হওয়া সাপেক্ষে মাদরাসার অনুমোদন নিয়ে তাদের পরীক্ষা পরে নেবে বোর্ড।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইয়াতুল উলিয়ার সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি রুহুল আমিন।

উল্লেখ্য, আগের ঘোষণা অনুযায়ী, ৩১ মার্চ থেকে ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
-জেড