রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 March, 2021 02:51 AM
হেফাজতকে কোনও হরতাল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘হেফাজতকে কোনো হরতাল করতে দেওয়া হবে না। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শুক্রবার (২৬ মার্চ) রাতে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি।
এর আগে, শুক্রবার রাত ৮টায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।
উল্লেখ্য, রাজধানীর বায়তুল মোকাররম, যাত্রাবাড়ি, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় মোদির সফর বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হেফাজতের সাধারণ কর্মী-সমর্থকদের উপর হামলা করে। বিক্ষোভে পুলিশের গুলিতে এ পর্যন্ত হাটহাজারীতে ৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজনসহ ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
-জেড