রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 March, 2021 02:44 AM
ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির সফরের বিরোধিতা করে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের গুলিতে দেশের বিভিন্ন স্থানে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের ৪ জন হাটাহাজারীতে আর একজন ব্রাহ্মণবাড়িয়ার মারা গেছেন। এদের মধ্যে তিনজনই হাটহাজারী মাদরাসার ছাত্র বলে জানা গেছে। এসব সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
শুক্রবার (২৬ মার্চ) দেশের বিভিন্ন স্থানে মোদি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হাটহাজারী, ঢাকার যাত্রাবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম, সমমনা ইসলামি দল ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভে অংশ নেন।
হেফাজতের কর্মসূচি
ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) সারা দেশে বিক্ষোভ ও আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। গতকাল (শুক্রবার) রাতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।