| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনার টিকা নিলেন কাবার তিন ইমাম


করোনার টিকা নিলেন কাবার তিন ইমাম


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 March, 2021     11:16 AM    


মহামারি করোনার প্রকোপ রোধ করতে বিশ্বের দেশে দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এবার ভাইরাসটির টিকা গ্রহণ করেছেন পবিত্র কাবার প্রধান খতিব, হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস, ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহ এবং ইমাম শায়খ ড. ইয়াসির দোসারি।

কাবার তিন ইমামের মধ্যে ২২ মার্চ মক্কায় প্রথম টিকা নেন শায়খ সুদাইস। এরপর ২৪ মার্চ তায়েফে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন শায়খ বান্দার বালিলাহ। শেষে পবিত্র কাবার কনিষ্ঠতম ইমাম ইমাম শায়খ ড. ইয়াসির দোসারি মক্কার একটি টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।

অন্যদিকে মঙ্গলবার (২৩ মার্চ) পবিত্র দুই মসজিদের (হারামাইন শরিফাইন) কর্মীদের জন্য আলাদা টিকা কেন্দ্র উদ্বোধন করেছেন শায়খ সুদাইস।
-জেড