রহমতটোয়েন্টিফোর ডেস্ক 20 March, 2021 10:03 AM
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (স্বাধীন মেম্বার)-কে গ্রেফতার করেছে পিবিআই সিলেট।
পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১.৩০ মিনিটে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত বুধবার হেফাজত নেতা ও দেশের প্রখ্যাত আলেম মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শাল্লার নোয়াগাওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বার স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
-জেড