| |
               

মূল পাতা সারাদেশ সিলেটে দুই বাসের সংঘর্ষ : দুর্ঘটনার পর আহতরা আধঘন্টা ছিলেন বাসের ভেতরেই!


সিলেটে দুই বাসের সংঘর্ষ : দুর্ঘটনার পর আহতরা আধঘন্টা ছিলেন বাসের ভেতরেই!


সিলেট প্রতিনিধি     27 February, 2021     12:26 PM    


সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে শুক্রবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন। আর এ ঘটনায় আহত হন আরও প্রায় ২০-২৫ জন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক; এমনটা জানা গেছে পুলিশ সূত্রে।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, দুর্ঘটনার পর আধঘন্টা বাসের ভেতরেই ছিলেন আহতরা। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের এলাকার লোকজন এগিয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।

সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরের সেতুর পাশে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটে। আহত যাত্রীদের অভিযোগ, দুই বাসই বেপোরোয়া গতিতে চলছিল; এর মধ্যে লন্ডন এক্সপ্রেসের চালক ছিলেন বেপোরোয়া।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী সুহেল বলেন, দুর্ঘটনার পর প্রায় আধঘন্টা আমরা বাসের ভেতরে আটকা ছিলাম। আমার দেহ থেকে রক্ত ঝরছিল। অনেকে হতাহত হয়ে পড়ে আছে, চিৎকার করছে। কিন্তু আশপাশে কাউকে পাওয়া যায়নি।

প্রায় আধঘন্টা পর আমাদের চিৎকার শুনে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার করে- এমনটা জানান দুর্ঘটনায় আহত সুহেল।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসেরচালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নূরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদবসাগর (২৯), সিলেট নগরের আখালিয়া এলাকা শাহ কামাল (২৭ ও ছাতক বাংলাবাজার এলাকার রহিম বেগমা (২৫)।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: