| |
               

মূল পাতা সফর ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু ২৬ মার্চ


ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু ২৬ মার্চ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 February, 2021     03:47 PM    


আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে দুদিন ঢাকা থেকে ভারতের জলপাইগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। সোম এবং বৃহস্পতিবার ট্রেনটি শিলিগুড়ি (এনজেপি) থেকে ছেড়ে আসবে এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে মঙ্গল এবং শুক্রবার।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিরতিহীন ৯ ঘণ্টার যাত্রায় ট্রেনটি গন্তব্যে পৌঁছবে। ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নিয়ে একটি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে এটি চলবে। জলপাইগুড়ি থেকে ঢাকার দূরত্ব ৫৩০ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৪৪৬ কিলোমিটার।

গত ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এই রেলপথ চালুর উদ্যোগ নেয়া হয়।
-জেড