মূল পাতা আন্তর্জাতিক উইঘুরদের বিরুদ্ধে চীনা কার্যকলাপকে গণহত্যার স্বীকৃতি কানাডার
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 23 February, 2021 02:47 PM
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডা উইঘুরদের বিরুদ্ধে চীনের কার্যকলাপকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। জানা গেছে, কানাডার হাউজ অফ কমন্স আনুষ্ঠানিকভাবে একে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর বিবিসির।
প্রস্তাবটি ২৬৬-০ ভোটে পাস হয় যেখানে বিরোধীদলের সবাই এবং ক্ষমতাসীন লিবারেল পার্টির কিছু অংশ ভোট দেন। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য ভোটদানে বিরত ছিলেন।
ভোটের আগে বিরোধীদলীয় নেতা ইরিন ও’টুল বলেছে এ পদক্ষেপ হলো একটি বার্তা দেয়া যে, ‘আমরা মানবাধিকার ও মানুষের মর্যাদার পক্ষে দাঁড়াব, এমনকি কিছু অর্থনৈতিক সুযোগ ত্যাগ করে হলেও।’
তবে কানাডায় চীনের রাষ্ট্রদূত বলেছেন পার্লামেন্টের প্রস্তাব চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। ‘আমরা এটি প্রত্যাখ্যান করছি কারণ এটি সত্যের বিরুদ্ধে। সেখানে গণহত্যার মতো কিছুই ঘটছে না,’ কানাডার গণমাধ্যমকে বলছিলেন তিনি।
অধিকারকর্মীরা মনে করেন, চীন প্রায় দশ লাখ উইঘুরকে গত কয়েক বছর ধরে ক্যাম্পে আটক করে রেখেছে। বিবিসির এক অনুসন্ধানে উইঘুরদের জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের পর কানাডা হলো দ্বিতীয় দেশ যারা উইঘুর মুসলিমদের প্রতি চীনা আচরণকে গণহত্যা বলে স্বীকৃতি দিলো।
-জেড