সিলেট প্রতিনিধি 14 February, 2021 02:22 PM
সিলেট-তামাবিল মহাসড়কে রোববার একটি ট্রাক খাদে পড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ি সেতু এলাকায় এদিন সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।
সিলেট ফায়ার সার্ভিস’র উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুইজন মারা যান।
খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহ দুটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তে পারে- এমন ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের।
এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস দেরিতে আসায় বিক্ষুব্ধ জনতা প্রায় একঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন আলী।
-জেড
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: