| |
               

মূল পাতা জাতীয় জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল বিষয়ে যা বললেন আসিফ নজরুল


জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল বিষয়ে যা বললেন আসিফ নজরুল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 February, 2021     03:31 PM    


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল বিষয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। রহমতটোয়েন্টিফোরের পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো :

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের একটি কমিটি। উনার বিরুদ্ধে  অন্যতম অভিযোগে হচ্ছে তিনি বঙ্গবন্ধুর খুনীদের দেশত্যাগে সহায়তা করেছিলেন।
এমন একটি অভিযোগে জিয়ার খেতাব বাতিল হলে বঙ্গবন্ধুর খুনী সরকারের প্রতি আনুগত্য প্রদশর্নের জন্য জনাব ওসমানী, শফিউল্লাহ ও এ. কে. খন্দকারের বীরউত্তম খেতাবও বাতিল হওয়ার কথা।  


তবে তাই হোক! নতুন আরেকটি কমিটিও করা হোক। কেড়ে নেয়া খেতাব আওয়ামী লীগের মনোনীতদের মধ্যে কারা কারা পাবে তা সেই কমিটি ঠিক করুক। কে মুক্তিযুদ্ধে যুদ্ধের মাঠে নেতৃত্ব দিয়েছেন, কে সেক্টর কমান্ডার ছিলেন, কে কোন  ফোর্স-এর প্রধান ছিল সেটাও এই কমিটি নতুন করে ঠিক করুক।


মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পালিত হোক নতুন নতুন ইতিহাসে।