| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আজ থেকে যে ২০ দেশের সৌদি প্রবেশ নিষিদ্ধ


আজ থেকে যে ২০ দেশের সৌদি প্রবেশ নিষিদ্ধ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 February, 2021     11:29 AM    


করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে সৌদি আরব ২০টি দেশ থেকে যাত্রীদের ওই দেশে প্রবেশের ওপর নিষেধজ্ঞা জারি করেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে কূটনীতিবিদ, চিকিৎসক ও তাদের পরিবার সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত মঙ্গলবার দেশটিতে জারি করা এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর আরব নিউজ-এর।

যেসব দেশ থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, দেশগুলো হচ্ছে : সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও জাপান।

উল্লেখ্য, এই ২০ দেশে যাত্রাবিরতি করে আসা যাত্রীদের জন্যও সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা ১৪ দিন কোয়ারেন্টিন শেষ করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সৌদি আরবের সাথে সরাসরি ফ্লাইট নেই, এমন অনেক দেশের যাত্রীরা দুবাইয়ে যাত্রাবিরতি করে থাকেন। তারাও এখন সমস্যায় পড়বেন।
-জেড