| |
               

মূল পাতা সারাদেশ মাদক সেবনের দায়ে তরুণের ১ বছরের জেল


মাদক সেবনের দায়ে তরুণের ১ বছরের জেল


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি     24 January, 2021     03:42 PM    


ফরিদপুর জেলার বোয়ালমারীতে মাদক সেবনের দায়ে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জানুয়ারি) ওই তরুণকে বোয়ালমারী থানা থেকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাহিরভাগ গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরিফ মির্জা ওই গ্রামের মৃত শওকত মেম্বারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরিফ দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল । ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাহিরভাগ গ্রামের মৃত শওকত মেম্বারের ছেলে আরিফ মির্জাকে (৩০) তার নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় পান। এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে আরিফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-এর ৪২ (১) ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার মারিয়া হক জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে আরিফকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ফরিদপুর বোয়ালমারী