| |
               

মূল পাতা উপমহাদেশ ভারতে টিকা নেওয়ার পর ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া


ভারতে টিকা নেওয়ার পর ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 January, 2021     11:14 AM    


টিকাদান শুরুর ‘ঐতিহাসিক’ দিন পার করার পর ভারতে কেটে গেছে আরও তিনটি দিন। এ তিন দিনে তিন লাখ ৮০ হাজার মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। জানা গেছে, এর মধ্যে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ছাড়া টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা নেওয়ার পর দুজন মারা গেলেও তার সঙ্গে টিকার কোনো যোগসূত্র নেই।

মৃত্যুবরণকারী এই দুজনের একজন উত্তর প্রদেশের মুরাদাবাদের মহিপাল সিং (৪৬)। অপরজন কর্নাটকের বেলারি এলাকার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি। মহিপাল সরকারি একটি হাসপাতালের ওয়ার্ডবয় ছিলেন। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে তিনি করোনার টিকা নিয়েছিলেন।

বাংলাদেশেও আসছে ভারতের করোনা ভ্যাকসিন। এখন আলোচনায় পার্শ্বপ্রতিক্রিয়া। তবে সরকার বলছে, এটা মেনে নিয়েই সবাইকে করোনার টিকা গ্রহণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসের টিকার অসম নীতির কারণে বিশ্ব একটি ‘বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে’।
-জেড