| |
               

মূল পাতা সারাদেশ বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ


বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 January, 2021     10:47 AM    


বাড়ছে শীত। বইছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিভিন্ন শীতজনিত রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছে রোগীরা। আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। তীব্র শীতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে।

হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছে। শীতজনিত কারণে প্রতিদিন গড়ে ২০-৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৪০ জন, শিশু বিভাগের ভর্তি আছে ৬৫ জন। ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, হাসপাতালে এন্টিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

ডাক্তাররা বলছেন, শীতে রোগের প্রকোপ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে শিশুদের প্রতি বেশি খেয়াল রাখার তাগিদ দিয়েছেন তারা।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: