| |
               

মূল পাতা জাতীয় এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন


এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 January, 2021     02:21 PM    


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী উত্থাপন করেন শিক্ষামন্ত্রী।

আইনগুলো হলো- ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ ’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’।

জানা গেছে, পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি বিল দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
-জেড