| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ১৫ বছর পর নির্বাচন হচ্ছে ফিলিস্তিনে


১৫ বছর পর নির্বাচন হচ্ছে ফিলিস্তিনে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 January, 2021     03:00 PM    


দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে ফিলিস্তিনে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ১৫ বছরে এই প্রথমবার সংসদীয় এবং প্রেসিডেনসিয়াল নির্বাচন ঘোষণা করলেন। জানা গেছে, দেশটিতে আইনসভা নির্বাচন হবে ২২ মে। এরপর প্রেসিডেনসিয়াল ভোট ৩১ জুলাই।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক ডিক্রি জারি করে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট অফিস।

এর আগে, পশ্চিম তীরের ফাতাহ ও ফিলিস্তিন সরকার (পিএ) প্রধান মাহমুদ আব্বাস এবং গাজার সরকার হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয় তুরস্কে।

উল্লেখ্য, ফিলিস্তিনে সর্বশেষ সংসদীয় নির্বাচন হয় ২০০৬ সালে। হামাস সেই নির্বাচনে জয়লাভ করে। তবে ফাতাহর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করতে না পেরে গাজার নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের এই দলটি।
-জেড