| |
               

মূল পাতা জীবনযাপন অলসতা কাটানোর সহজ পাঁচ উপায়


অলসতা কাটানোর সহজ পাঁচ উপায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 January, 2021     12:53 PM    


অলসতার জন্য অনেক মাশুল দিতে হয়; দরকারি কাজটি সময়মতো করা হয়ে ওঠে না, সময়মতো কোথাও যাওয়া যায় না, কাউকে কথা দিয়ে কথা রাখা যায় না ইত্যাদি। অলসতার কারণে বাতিল হওয়া কাজের কারণে মনেও এর বিরূপ প্রভাব পড়ে। এতে অন্যান্য স্বাভাবিক কাজকর্মেও ছন্দপতন ঘটে।

তাই অলসতা থেকে বাঁচতে ৫টি প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। এগুলো পালন করলে অলসতা কমতে বাধ্য। আসুন জেনে নিই উপায়গুলো কী কী-

১. পানি  
পানি পান করুন।  আলসেমি কাটানোর একটি দুর্দান্ত উপায় হচ্ছে নিজেকে হাইড্রেট রাখা। ডিহাইড্রেশন থেকে ক্লান্ত বোধ হতে পারে। সুতরাং পানি এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল পর্যাপ্ত পরিমাণে পান করুন ও সুস্থ থাকুন।

২. কফি
কফিতে থাকা ক্যাফেইন তাৎক্ষণিক এনার্জি বাড়ায়। তাই কফি পান করতে পারেন।  ১ টেবিল চামচ কফি, এক কাপ পানি ও পরিমাণমতো চিনি নিন। একটি পাত্রে কফি পাউডার এবং পানি মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে অল্প চিনি মেশান। একটু ঠান্ডা হওয়ার পর এটি পান করুন। এভাবে রোজ ১ থেকে ২ কাপ কফি পান করতে পারেন।

৩. মধু
মধুতে থাকা কার্বোহাইড্রেট এনার্জি বাড়াবে। আলসেমি ভাব কমাতে খেতে পারেন মধু। প্রতিদিন ডেজার্ট বা স্মুদিতে কয়েক চামচ মধু মিশিয়ে খান।

৪. ভিটামিন সি
লেবুর রসের সাইট্রিক অ্যাসিড অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে ক্লান্তি দূর করে। এছাড়া নিয়মিত ভিটামিন সি গ্রহণ আয়রন শোষণকে বাড়িয়ে তোলে, ফলে ক্লান্তি এবং স্ট্রেস দূর হয়।

৫. গ্রিন টি
গ্রিন টি পান করতে পারেন।  গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট আলসেমি দূর করতে পারে এবং স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে। ১ টেবিল চামচ গ্রিন টি, এক কাপ পানি ও মধু নিন। এক কাপ পানি গ্রিন টি মিশিয়ে ফুটিয়ে নিন। হালকা ঠান্ডা হলে এটি পান করুন। ভালো টেস্টের জন্য এতে মধু মেশাতে পারেন। প্রতিদিন দু'বার গ্রিন টি পান করতে পারেন।
-জেড