| |
               

মূল পাতা করোনাভাইরাস ফের বেপরোয়া করোনা : একদিনে মৃত্যু ১৩ হাজারের বেশি


ফের বেপরোয়া করোনা : একদিনে মৃত্যু ১৩ হাজারের বেশি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 January, 2021     11:42 AM    


মহামারী করোনাভাইরাস দ্বিতীয় দফায় বিশ্বের দেশে দেশে প্রকট আকার ধারণ করছে। গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছেন আরও ১৩ হাজারের বেশি মানুষ।

ওয়াল্ড মিটারের তথ্য অনুযায়ী, শুধু আমেরিকাতেই গত ২৪ ঘণ্টায় ৩৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহামারীর বছরজুড়ে প্রাণহানি ছাড়াল পৌনে ১৯ লাখ। এর মধ্যে মার্কিন ভূখণ্ডেই মৃতের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজারের মতো।

মঙ্গলবার নতুন করে ১২শ’ মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৯৮ হাজার ছুঁইছুঁই। এদিন প্রায় সাড়ে ৮শ’ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে; সাড়ে ৬শ’ ইতালিতে। দুই দেশেই মৃতের সংখ্যা সাড়ে ৭৬ হাজারের কাছাকাছি।

একদিনে ৫শ’র বেশি প্রাণহানি রেকর্ড করেছে জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ মৃত্যু হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারীতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ভারতে; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৮ হাজার।

-জেড