| |
               

মূল পাতা সারাদেশ সিলেটে দোকানের সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার, থানায় জিডি


সিলেটে দোকানের সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার, থানায় জিডি


সিলেট প্রতিনিধি     06 January, 2021     11:58 AM    


সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোর ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমেদ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সিলেট কোতোয়ালী মডেল থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন। যার নং ৩৭৮।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের এক ব্যবসায়ী। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেড-এর ডিলার। ঐ দিন ২টার দিকে কালাম আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে লালদিঘীরপাড়ে গিয়ে দেখতে পান সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের এক কথিত ব্যবসায়ী মাননীয় প্রধানমন্ত্রী নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানিয়েছে। এটা দেখে তাৎক্ষণিক তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হুরায়রা আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম. এ. মতিন, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ রনি, আলম আহমদসহ স্থানীয় ব্যবসায়ী সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

আস্তে আস্তে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদী হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা। এসময় কথিত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন কালাম আহমেদ।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড জব্দ করে নিয়ে যান। এ ব্যাপারে কালাম আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানানো একটি গুরুতর অপরাধ। এ অপরাধের জন্য কথিত ঐ ব্যবসায়ীকে শাস্তি পেতে হবে। তাই তিনি প্রশাসনের কাছে ওই ব্যবসায়ীর উপযুক্ত শাস্তির দাবি জানান।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সিলেট সিলেট সদর