| |
               

মূল পাতা সারাদেশ পৌরসভা নির্বাচন : আওয়ামী লীগ ১৮, বিএনপি ২, স্বতন্ত্র ৩


পৌরসভা নির্বাচন : আওয়ামী লীগ ১৮, বিএনপি ২, স্বতন্ত্র ৩


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 December, 2020     10:38 AM    


প্রথম ধাপে বেসরকারি ফলাফলে ২৩ পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের ১৮ জন নির্বাচিত হয়েছেন। বিএনপির বিজয়ী হয়েছেন মাত্র দু’জন। এ ছাড়া স্বতন্ত্র দু’জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ২৪ পৌরসভায় ভোট গ্রহণ হলেও বিকালে খুলনার চালনা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যুতে ওই পৌরসভার ফলাফল স্থগিত রাখা হয়।

এর আগে, প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ হয়।  এবার এ পৌরসভাগুলোতে ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এর মাধ্যমে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ২৪টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৯৩, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৬৫ ও সাধারণ ওয়ার্ড কমিশনার পদে ৮০১ জনসহ তিন পদে মোট ১১শ' ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
-জেড

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: