| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান : ইমরান খান


ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান : ইমরান খান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 December, 2020     02:26 PM    


ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান  ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ আমরা কিছুতেই ইসরায়েলকে স্বীকৃতি দেব না।’

পাকিস্তানের এক টিভি সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকারটি ধারণ করা হয় গত শুক্রবার। খবর আরব নিউজের।

সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যমে যে খবর বেরিয়েছে- পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইসরায়েল সফর করেছেন। ইমরান খান দৃঢ়তার সাথে এ খবর প্রত্যাখ্যান করেন।

তিনি এ প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘ইসরায়েলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতিই দেয় না, তা হলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেলআবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন।’
-জেড