নিজস্ব প্রতিনিধি 04 December, 2020 07:27 PM
ভাস্কর্য-মূর্তি বিতর্কে শীর্ষ আলেমদের ঐক্যবদ্ধ ফতোয়া মেনে নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার কামরাঙ্গিরচরে এক মসজিদে জুমার বয়ানে তিনি এ আহবান জানান।
মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, ভাস্কর্য-মূর্তি বিতর্কে দেশের শীর্ষ আলেমগণ ঐক্যবদ্ধভাবে যে ফতোয়া দিয়েছেন তা মেনে নিয়ে মূর্তি-ভাস্কর্য স্থাপন পরিহার করা উচিত। কোনো প্রাণীর ভাস্কর্য-মূর্তি নির্মাণ, স্থাপন, সংরক্ষণ এবং বেচাকেনা করা ইত্যাদি ইসলামী শরীয়তে কবীরা গুনাহ ও হারাম ।
তিনি আরো বলেন, মূর্তির বিরুদ্ধে আন্দোলনরত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আন্দোলনে যারা হামলা-মামলা ও বাধা প্রদান করে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। তারা এ দেশকে মূর্তি ও রামরাজ্য বানাতে চায়।
মুফতী মহিউদ্দিন আরো বলেন, ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য, অপব্যাখ্যাকারীরা ইসলামের শত্রু। তিনি ভাস্কর্য ও মূর্তি বিতর্কে দেশের শীর্ষ আলেমদের ফতুয়া মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।