রহমত টোয়েন্টিফোর ডটকম 04 December, 2020 08:03 AM
‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় ইন্তিকাল করলেন আব্দুল কুদ্দুস (৬৫) নামের এক মুয়াজ্জিন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আব্দুল কুদ্দুস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আব্দুল কুদ্দুস খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে। তিনি দেড় যুগ ধরে খান্দার আগপাড়া জামে মসজিদেরমু য়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া বলেন, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহরের আজানের সময় মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাইনি। দৌড়ে গিয়ে দেখতে পাই মসজিদের ভেতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ সেখানে বেশকিছু মুস্ললি জড়ো হয়। মুসল্লিরা এসে দেখেন মুয়াজ্জিন সাহেব আর বেঁচে নেই।
ইন্তিকালের বিষয়টি নিশ্চিত করে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: