রহমত টোয়েন্টিফোর ডটকম 02 December, 2020 08:07 PM
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মুজিববর্ষ উপলক্ষে এরদোগানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
বুধবার (২ ডিসেম্বর) তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী জানান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।
তিনি বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি।
এ সময় মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় সেকুলার তুরস্কের প্রতিষ্ঠাতা কামালের ভাস্কর্য স্থাপনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।