| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত আর নেই


কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত আর নেই


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 November, 2020     11:06 AM    


ফুসফুসের সংক্রমণে কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তরুণ লেখক স্বকৃত নোমান।

আবুল হাসনাত একজন সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তাঁর নেতৃত্বে সাহিত্য পত্রিকা কালি ও কলম এবং বেঙ্গল বই এদেশের প্রকাশনাজগতে বিশেষ স্থান অর্জন করেছে।

-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: