| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফ্রান্সে এবার ধর্মযাজকের বুকে গুলি


ফ্রান্সে এবার ধর্মযাজকের বুকে গুলি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 November, 2020     01:13 PM    


ফ্রান্সে এবার এক ধর্মযাজকের বুকে গুলি চালানো হয়েছে। দেশটির লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন ওই ধর্মযাজক। তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি। হামলার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ।

শনিবারের এ হামলার মাত্র দু’দিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়। এর আগে, চলতি মাসের শুরুর দিকে শিরশ্ছেদ করা হয় এক স্কুলশিক্ষকের।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্টের ইসলাম নিয়ে জঘন্য মন্তব্যের প্রতিবাদে মুসলিম বিশ্বে আন্দোলন অব্যাহত রয়েছে। বিভিন্ন মুসলিম দেশে ফ্রান্সের পণ্য বয়কট করা হচ্ছে। ইতোমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট সুর করে এনেছেন। তবে তিনি এখনও তার মন্তব্যের জন্য ক্ষমা চাননি।
-জেড