| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বকে আহ্বান মোল্লা বারাদারের


আফগানিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বকে আহ্বান মোল্লা বারাদারের


শেখ আশরাফুল ইসলাম     13 September, 2025     02:17 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নিলে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিতে সুবিধা হবে এবং দেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।

দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মোল্লা বারাদার এ আহ্বান জানান বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার অন্যতম মুখপাত্র মাওলানা হামিদুল্লাহ ফিত্রাত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম পাজক আফগান নিউজের প্রকাশিত এক নিউজ থেকে এ তথ্য জানা যায়।

টুইট বার্তায় মাওলানা হামদুল্লাহ ফিত্রাত জানান, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতে মোল্লা বরাদর গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, গত চার বছরে এটি তৃতীয়বারের মতো ভয়াবহ ভূমিকম্প, যা বড় ধরনের প্রাণহানি ও আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

মোল্লা বরাদর আরও বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ইসলামি আমিরাত সময়মতো ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে পেরেছে।

তিনি কুনারের ভূমিকম্পের শিকার মানুষদের আশ্বস্ত করে বলেন, ইসলামি আমিরাত সবসময় তাদের পাশে আছে।

উপপ্রধানমন্ত্রী জানান, ইমারাতে ইসলামিয়ার সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা সাহায্য সংগ্রহ করে সঠিকভাবে যোগ্য পরিবারগুলোর মধ্যে তা বিতরণ করেন।

তিনি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানান, যেন তারা কুনারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা চালিয়ে যান।

শেষে মোল্লা বারাদর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান, আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে। তার মতে, এতে সহায়তা প্রদানে থাকা সব বাধা দূর হবে এবং আফগান জনগণের অর্থনৈতিক সমস্যা লাঘব করা সম্ভব হবে।

সূত্র : পাজক আফগান নিউজ