রহমত নিউজ 26 August, 2025 12:01 PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী।
সোমবার (২৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন বলেন, সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি এ ধরনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামী পোশাক বা হিজাব নিষিদ্ধ করা সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
নেতৃবৃন্দ বলেন, হিজাব আমাদের মুসলিম নারীর ইজ্জত, পর্দা ও ধর্মীয় পরিচয়ের প্রতীক। এ কারণে স্কুলে হিজাব পরে আসা শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বা ‘মাদ্রাসার শিক্ষার্থী’ আখ্যা দেওয়া শুধু অবমাননাকরই নয়, বরং মুসলিম সমাজের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দাবি জানিয়ে তারা আরও বলেন, অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী পোশাক ও হিজাবের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ ধরনের বৈষম্যমূলক আচরণ পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ হিজাব পরার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে যে কোনো ইসলামবিরোধী নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।