রহমত নিউজ 25 August, 2025 09:22 PM
হবিগঞ্জে তিনজন পুলিশ সদস্যকে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী দাড়ি রাখার কারণে শাস্তি দেওয়ার দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, হবিগঞ্জে তিনজন পুলিশ সদস্যকে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী দাড়ি রাখার কারণে শাস্তি প্রদান করা হয়েছে। এই ঘটনা শুধু ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনই নয়, বরং এটি একজন মুসলমানের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার সামিল এবং ইসলামের বিরুদ্ধে প্রশাসনের এক প্রকার ঔদ্ধত্যপূর্ণ আচরণ।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, ইসলামে দাড়ি রাখা কোনো ফ্যাশন নয়, বরং একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে এটি রাসূল (সা.)-এর সুস্পষ্ট আদেশ এবং ইসলামের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। বাংলাদেশে ব্যক্তিগত ধর্মীয় চর্চা ও পরিচিতিকে অপরাধ বিবেচনা করা গ্রহণযোগ্য নয়।
এই ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।
জমিয়ত নেতৃদ্বয় সরকারের প্রতি অবিলম্বে ইসলামবিরোধী এ ধরণের তৎপরতা বন্ধ করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।