রহমত নিউজ 29 August, 2025 11:47 AM
চাল,ডাল, তেল,ডিম, পেঁয়াজ,মাছ,মাংস ও কাঁচা বাজারসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে এগুলো দেখার কেউ নেই। গত জুন থেকে শুধু চালের দাম বাড়লেও বর্তমান বাজারে অন্যান্য পণ্যের দাম ও আশঙ্কা জনক হারে২০/৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সরকার পরিবর্তন হলেও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রটি নিজেদের রাজনৈতিক ও দলীয় খোলস পাল্টিয়ে আগের মতই সক্রিয় রয়েছে। মূল্য বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় না আনলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি বলেন, জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে মানুষের আয় সেভাবে বাড়েনি। মধ্যবিত্ত পরিবারগুলো ক্রমেই নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়ছে। কিছু দরিদ্র পরিবার টিসিবির কার্ড পেলেও মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা ট্রাকসেলের লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার মত পরিবেশ ও সুযোগ নেই। তাই প্রকৃত অভাবগ্রস্থ ফ্যামিলিদেরকে চিহ্নিত করে মোবাইলের মাধ্যমে তাদেরকে নগদ টাকা প্রদান করা যৌক্তিক বলে মনে করেন তিনি। শীঘ্রই অবৈধ সিন্ডিকেট ভেঙে দিয়ে জন মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরে খেলাফত।