| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৬ জন আটক


ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৬ জন আটক


রহমত নিউজ     27 July, 2025     04:30 PM    


সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তে দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার লামাকাটা সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধর্মপাশা উপজেলার মাসকান্দা গ্রামের গবিন্দ মোহর সরকারের ছেলে রিপন সরকার, মধ্যনগর উপজেলার ফারুক নগরের মতি সরকারের ছেলে অপু সরকার, একই উপজেলার রাঙামাটি গ্রামের প্রমোদ তালুকদারের ছেল প্রভাত তালুকদার, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দৈরাকোনা গ্রামের বিনোদ সরকারের ছেলে বিধান সরকার, একই জেলার মোহনগঞ্জ উপজেলার বরহাতরী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার এবং একই জেলার জেলা সদরের ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার।

বিজিবি ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি বলছে, কাজের সন্ধানে চার থেকে পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতের কুচবিহারে যায় তারা। সেখানে বিভিন্ন স্বজন ও পরিচিতদের বাড়িতে থেকে দিন মজুরির কাজ করতো তারা। ভারতে ধরপাকড় শুরু হলে মেঘালয় হয়ে ওই ৬ বাংলাদেশি তাহিরপুরের লামাকাটা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে বিরেন্দ্র নগর বিওপির বিজিবি টহল দলের হাতে সোপর্দ করে।

লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ তাহিরপুর