| |
               

মূল পাতা আন্তর্জাতিক এবার গাজ্জামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল


এবার গাজ্জামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     27 July, 2025     02:48 PM    


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৌবাহিনী।  

“হান্ডালা” নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে অনাহারে থাকা গাজ্জার শিশুদের জন্য ফর্মূলা, খাবার এবং ওষুধসহ মানবিক সহায়তা নিয়ে রওনা করেছিল।

শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, “হান্ডালা” নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল।  এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।

প্রেস টিভির মতে, দখলদার ইসরাইলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে ক্রুরা জাহাজের উপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে।  এ পরিস্থিতিতে তারা “ডিসট্রেস কল” জারি করেছে। 

হুওয়াইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন বলেন, দখলদার ইসরাইলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

“হান্ডালা” জাহাজে ভ্রমণকারী ইউরোপীয় সংসদের একজন ফরাসি সদস্য এমা ফোররো ছিনতাইয়ের ঘোষণা দিয়ে বলেন, ইসরাইল সামরিক বাহিনী এখানে। 

অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ক্রুরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইফ জ্যাকেট পরে বসে আছে এবং সংঘর্ষ এড়াতে তাদের হাত উপরে তুলে ধরে আছে।