| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিমতীরে ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল


যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিমতীরে ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     22 January, 2025     11:35 AM    


গাজ্জায় যুদ্ধবিরতি চলাকালেও পশ্চিমতীরে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। আর গাজ্জায় পাওয়া গেছে শতাধিক শহীদের লাশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইসরাইলের সেনাপ্রধান হালেভি জানিয়েছেন, ৬ মার্চ পদত্যাগ করবেন। স্বীকার করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের তাণ্ডবের ঘটনায় গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিলো। 

এদিকে, গাজ্জা যুদ্ধবিরতি চলাকালে ফিলিস্তিনের অপরপ্রান্ত পশ্চিমতীরের জেনিনে বিমান হামলা আর ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত ও ৩৪ জন আহত হয়। উঠিয়ে নিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ডাক্তার, নার্স, নারী, শিশু রয়েছে। আর যুদ্ধবিরতির প্রথম দুইদিনে গাজ্জায় বাড়িঘরে ধ্বংসস্তূপ আর রাস্তা থেকে কমপক্ষে ১২০ জনের লাশ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেও ধ্বংসপ্রাপ্ত নগরী গাজায় ফেরার ঢল অব্যাহত আছে। ঢুকছে ত্রাণের বহর।

মঙ্গলবার তৃতীয় দিনের মতো প্রায় নয়শ'টি ত্রাণবাহী ট্রাক গাজ্জায় ঢুকেছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ সমন্বয়ক মুহান্নাদ হাদি। বলেছেন, তিনদিনে দুই হাজার চারশ'র বেশি মানবিক সহায়তাবাহী ট্রাক ঢুকলেও ত্রাণের লুটপাট ঠেকানো যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা