| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এদেশে ফিরে আসবেই: ফজলুর রহমান


আওয়ামী লীগের রাজনীতি এদেশে ফিরে আসবেই: ফজলুর রহমান


রহমত নিউজ     21 January, 2025     09:46 PM    


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, যারা মনে করছেন আওয়ামীলীগ আর কখনো আসবে না তাদের ধারণা ভুল । এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসবে, হয়তো এই নামে নাও আসতে পারে বা এই নেতৃত্বে না আসতে পারে তবে আওয়ামী লীগ আসবেই।

ফজলুর রহমান মনে করেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয়, এ আন্দোলন ছিল ছাত্র-জনতার আন্দোলন। কাজেই ক্রেডিট যদি থেকে থাকে সেটা অবশ্যই ছাত্র এবং জনতার। 

এই আন্দোলনে বিএনপির অবদানে সবচেয়ে বেশি, দাবি করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এসে পাকা ধান কেটে নিয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেরা সব একা ভোগ করতে চাচ্ছে বিএনপিকে বঞ্চিত করে। 

তিনি বলেন, যদি এদেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ তাই আসন পেয়ে নির্বাচনে জিতবে। 

ফজলুর রহমান বলেন, একটি দেশে বিপ্লব করতে হলে তিন থেকে দেশের জনগোষ্ঠীর তিন থেকে সাড়ে তিন শতাংশ সমর্থন প্রয়োজন। তিনি মনে করেন ৬০ লক্ষ মানুষ আন্দোলন করেছে সেখান থেকে ৯০ ভাগ মানুষ হচ্ছে বিএনপি,যারা ১৪-১৫ বছর যাবৎ অত্যাচারিত হয়ে, জীবন ও যৌবন শেষ করে জেলে নির্যাতিত হয়েছে, সেই বিএনপি'র কর্মীরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন।