রহমত নিউজ 17 January, 2025 09:59 PM
২০২৫ সালে বাংলাদেশের জন্য পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হলো মূল্যস্ফীতি। ডব্লিউইএফের ‘আগামী দুই বছরে আপনার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো’ শীর্ষক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরও চারটি ঝুঁকির খাত হলো চরমভাবাপন্ন আবহাওয়া, দূষণ, বেকারত্ব, অর্থনৈতিক নিম্নমুখিতা। এসব কারণে দেশে বন্যা, উচ্চ তাপপ্রবাহ, বায়ু এবং পানি দূষণ, মন্দা, স্থবিরতার মত চরম দুর্ভোগ নেমে আসতে পারে।
এগুলো ছাড়াও ভূ-অর্থনৈতিক বিবাদ, ভুল তথ্য প্রচার, সামাজিক মেরুকরণ, বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তন, মানবাধিকারের অবক্ষয়ের মত আরো ১০টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছে সংস্থাটি।
জলবায়ুগত, সামাজিক ও অর্থনৈতিকসহ সাম্প্রতিক বছরগুলোর অন্যান্য উদ্বেগকে ছাপিয়ে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত, এমন তথ্যই উঠে এসেছে ওয়াল্ড ইকোনমিক ফোরামের জরিপে।
সূত্র: দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়েবসাইট