| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত এস আলমের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের 


এস আলমের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের 


রহমত নিউজ     17 January, 2025     12:05 PM    


আলোচিত ব্যবসায়ী মুহাম্মাদ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সাড়ে তিন হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট শেয়ারের তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, উপস্থাপিত স্থাপনাসমূহ এবং স্থাবর সম্পতি সমূহে আদালত কর্তৃক অবরুদ্ধের আদেশ প্রদান না করা হলে অভিযোগ নিষ্পত্তির আগেই বেহাত হওয়ার আশংকা রয়েছে বিধায় এস আলমের অস্থাবর সম্পদসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক অবরুদ্ধ করা একান্ত অবশ্যক।

এর আগে গত মঙ্গরবার এস আলম ও তার পরিবারের ২০০ কোটি টাকা মূল্যের ১৬টি স্থাবর সম্পত্তি জব্দ ও ২৫ কোটি টাকাসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।