মূল পাতা মুসলিম বিশ্ব বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মুসলিম বিশ্ব ডেস্ক 03 January, 2025 03:20 PM
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হবে এবং এটি বিশেষভাবে যুগান্তকারী সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের ৩ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, ইসহাক দার এই সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বিশেষত, ২০২২ সালের আগস্টে ভারতপন্থি সরকারের ক্ষমতাচ্যুতির পর দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০১২ সালের পর এই প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছেন।
ইসহাক দার বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকায় সফর করবেন।
২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ছিল বেশ জটিল। আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সাথে সম্পর্ক স্থাপনে বেশি মনোযোগী থাকায়, পাকিস্তানের বেশ কয়েকটি উদ্যোগের প্রতি তেমন ইতিবাচক সাড়া দেননি। তবে গত বছরের আগস্টে এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নাটকীয় পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
এছাড়া, বাংলাদেশ পাকিস্তানি পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। পাশাপাশি, সমুদ্রপথে সরাসরি বাণিজ্য শুরু হওয়ায় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও অধিক সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।