| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’


‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’


রহমত নিউজ     02 January, 2025     06:50 PM    


খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যর উপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকীর সম্মুখীন। আধিপত্যবাধী ও তাদের দোসর
বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। প্রশাসনে এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। আমাদের পূর্ব সীমান্তের মায়ানমার অস্থিতিশীল। নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার শংকা এবং পুরাতনদের নিজ দেশে পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের সম্মুখীন। দেশের সংস্কার কার্যক্রম চলমান। এমতাবস্থায় দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্য আরো সুসংহত করতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগান দিবে, ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট লালন করে এই মুহূর্তে খেলাফত মজলিস ‘বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র’ গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় খেলাফত মজলিস।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতকে প্রাধান্য দিতে আমরা সরকারের প্রতি আবারো জোর দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়ন কমিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ কামনা করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সহ দেশের সামর্থবান সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নির্বাহী পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস শেখ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক  আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ড. আবু মুসায়্যিব, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, ফয়জুল ইসলাম, আমিনুর রহমান ফিরোজ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।