| |
               

মূল পাতা আরো ‘ফিলিস্তিনে ইসরাঈলী হামলা মধ্যযুগের পৈচাশিকতাকেও হার মানিয়েছে’


‘ফিলিস্তিনে ইসরাঈলী হামলা মধ্যযুগের পৈচাশিকতাকেও হার মানিয়েছে’


রহমত নিউজ ডেস্ক     22 October, 2023     11:15 PM    


ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলী বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইকো ছাত্র পরিষদের সভাপতি আরীফুল ইসলাম মাহমূদী ও সেক্রেটারি জেনারেল ইউসুফ বিন শফিক। রবিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, অবৈধ দখলদার ইসরাইল অবরুদ্ধ আগ্রাসন চালিয়ে গাজা সিটিকে কবরস্থানে পরিণত করেছে। শরণার্থী শিবির, স্কুল ও হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানগুলোও রেহাই পাচ্ছে না হায়েনাদের বর্বর হামলা থেকে। হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হচ্ছে। ইসরাইলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে মূলত তারাই যুদ্ধাপরাধী। এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সাম্রাজ্যবাদীদের সৃষ্ট ইয়াহুদীবাদী অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাঈল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সাধারণ জনতার উপর যে গণহত্যা এবং আগ্রাসন চালায়িছে তা মধ্যযুগের পৈশাচিকতাকেও হার মানিয়েছে। আমেরিকা, বৃটিশ ও পশ্চিমা রাষ্ট্রগুলোর আশকারায় নির্লিপ্ততে ইসরাঈল ৭০ বছর যাবত এ গনহত্যা চালিয়ে আসছে। মানবতার ধ্বজাধারী পশ্চিমারাও এ ব্যাপারে কোনো কথা বলছে না। তাদের গণহত্যা থেকে শিশু,বৃদ্ধ এবং হাসপাতালের রোগীরাও বাদ যাচ্ছে না। আমরা এসবের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে জোরালো ভূমিকা রাখার আহবান করছি।