শেখ আশরাফুল ইসলাম 30 August, 2025 12:44 PM
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী রাজনৈতিক দলগুলো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ :
নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যাক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
বাংলাদেশ খেলাফত আন্দোলন :
নুরুল হক নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শুক্রবার (২৯ আগস্ট) এক ফেসবুক পোস্টে বলেছেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদী কায়দায় ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী :
শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে নূরুল হক নূরসহ গণঅধিকার পরিষদের অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা জনাব নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা সকল মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের হামলা আবার ফ্যাসিবাদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।
জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ :
নূরুল হক নূরের উপর হামলার নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৯ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে।
আজ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খেলাফত মজলিস :
গণঅধিকার পরিষদ সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর রক্তাক্ত হামলায় নিন্দা জানিয়ে শুক্রবার (২৯ আগস্ট) খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধা নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নুরুল হক নুর গণঅভ্যুত্থানের পক্ষের অন্যতম শক্তি। জাতীয় পার্টির সন্ত্রাসীরা ফ্যাসিবাদের দোসর হিসেবে আওয়ামীলীগ পুনর্বাসনে সক্রিয় রয়েছে। তাদেরকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী নুরের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে।
তিনি বলেন, নতুন বাংলাদেশে তা কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে নুরুল হক নুরের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুমূর্ষু নুরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস :
ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৯ আগস্ট) আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে।
নেতৃদ্বয় বলেন, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে।
নেতৃদ্বয় আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি— হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে। একই সঙ্গে আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
নেজামে ইসলাম পার্টি :
গণধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নেজামে ইসলাম পার্টি।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, শান্তিপূর্ণ সমাবেশে একটি দলের প্রধানের ওপর বর্বরোচিত এ হামলা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। ন্যাক্কারজনক এ ঘটনায় জাতি গভীরভাবে উৎকন্ঠিত। দেশের শান্তিকামী জনগণের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পরও স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক জনতার কণ্ঠরোধের এমন পৈশাচিক প্রয়াস আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
নেতৃদ্বয় বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক মর্মান্তিক এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ এবং ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টিসহ আওয়ামী দোসরদের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
ইসলামী ঐক্যজোট :
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দলীয় বিবৃতি প্রকাশ না করলেও ইসলামী ঐক্যজোটের নেতাদের অনেকেই ব্যক্তিগতভাবে এই ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।