মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ : জাতীয় পার্টি মহাসচিব
রহমত নিউজ 30 August, 2025 07:56 PM
সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, আরেকটি দলকে ব্যান করা কোন দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। দেশে নব্য মবতন্ত্র সৃষ্টি হচ্ছে। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করতে পারেনি। তারা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।