| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া রাহমানিয়া আজিজিয়ার ফরম বিতরণ শুরু


জামিয়া রাহমানিয়া আজিজিয়ার ফরম বিতরণ শুরু


জামিল আহমদ     26 April, 2023     07:24 PM    


জামিয়া রাহমানিয়া আজিজিয়া বছিলা, মােহাম্মাদপুর, ঢাকার ১৪৪৩/৪৪ হিজরী শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ফরম বিতরণ চলছে। কিতাব বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী শনিবার  (৮ শাওয়াল) শুরু হবে। তবে ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে ৬ ও ৭ শাওয়াল এবং  হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে ৭ শাওয়াল। 

পুরাতন ছাত্রদের ভর্তি তথ্য : 
কিতাব বিভাগ :
৬ ও ৭ শাওয়ালে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের  ফটোকপি জমা দিতে হবে এবং সে অনুযায়ী  অনুযায়ী ফরম পূরণ করতে হবে।

নতুন ছাত্রদের ভর্তি তথ্য : 
১. ৫,৬ ও ৭ শাওয়াল সন্ধ্যা ৭ টার মধ্যে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে।
২. ফরম জমা দেয়ার সময় সদ্য তােলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে।
৩. প্রথম তিন জামাতের মৌখিক পরীক্ষার ফলফল ৭ ও ৮ শাওয়াল সকাল ৯টায় এবং ফলাফর প্রথমদিন বাদ আসর এবং দ্বিতীয় দিন বাদ ফজর ও বাদ আসর প্রকাশ করা হবে।
৪. নতুন ছাত্রদের (নাহবেমীর থেকে তাকমীল) দাখেলা পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮ টা থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭.৩০ মি: পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে।
৫. উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চুড়ান্ত তালিকা ৯ শাওয়াল সকাল ৯ টায় প্রকাশের পরই ভর্তি কাজ সম্পন্ন করবে।
৬. হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৭ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পুরণ হওয়া পর্যন্ত চলবে।
৭. ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৬ ও ৭ শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।
৮. নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা মিজান জামাত পর্যন্ত শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে।

যে সমস্ত কিতাবের দাখেলা পরীক্ষা হবে:
ইফতা         : বুখারী ১ম খন্ড, হিদায়া ৩য়, নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ)
তাকমীল         : মিশকাত শরীফ, হিদায়া-৪র্থ খন্ড
ফযীলত-২        : তাফসীরে জালালাইন, হিদায়া ২ঢ খন্ড
ফযীলত-১         : নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ), শরহে বেকায়াহ
ছানবী ২        : শরহেজামী/ কাফিয়া এবং কানযুদ দাকাইক/ কুদুরী
ছানবী-১         : হেদায়াতুন নাহু ও ইলমুস সীগাহ
উস্তানী-৩         : নাহবেমীর এবং ইলমুস সরফ ৩-৪ অথবা পাঞ্জেগাঞ্জ
উস্তানী-২         : ইলমুস সরফ/মিযান-মুনশাইব ও আরবী অদিব 
উস্তানী-১         : তাইসীরুল মুবতাদী ও উর্দু কি তেসরী 
ইবতেদাইয়্যাহ-২     : উর্দু পহেলী বাংলা অংক ৪র্থ শ্রেণী
ইবতেদাইয়্যাহ-১     : কেরাত ও বাংলা-অংক (প্রাথমিক) 


ফ্রি খানা ও ভর্তি নাম্বার:
ইফতা                         : ভর্তি নাম্বার-৫০
তাকমীল         : ফ্রি খানা নাম্বার-৫৫    : ভর্তি নাম্বার-৫০
ফযীলত-২     : ফ্রি খানা নাম্বার-৬০    : ভর্তি নাম্বার-৫৫ 
ফযীলত-১         : ফ্রি খানা নাম্বার-৬০    : ভর্তি নাম্বার-৫৫
ছানবী-২         : ফ্রি খানা নাম্বার-৬৫    : ভর্তি নাম্বার-৬০
ছানবী-১         : ফ্রি খানা নাম্বার-৬৫    : ভর্তি নাম্বার-৬০
উস্তানী-৩         : ফ্রি খানা নাম্বার-৭০    : ভর্তি নাম্বার-৬৫
উস্তানী-২         : ফ্রি খানা নাম্বার-৭৫    : ভর্তি নাম্বার-৭০
উস্তানী-১         : ফ্রি খানা নাম্বার-৭৫    : ভর্তি নাম্বার-৭০
ইবতেদাইয়্যাহ-২    : ফ্রি খানা নাম্বার-৭৫    : ভর্তি নাম্বার-৭০
ইবতেদাইয়্যাহ-১ : ফ্রি খানা নাম্বার-৭৫    : ভর্তি নাম্বার-৭০

ভর্তি ফি ও অন্যান্য খরচ:

কিতাব বিভাগ:
ভর্তির ভর্তি ফরম (পুরাতন)          :       ১০০/=
ভর্তি ফরম (নতুন)                       :       ২০০/=
ভর্তি ফি                                      :     ২৫০০/=
মাসিক আবাসিক চার্জ                 :        ৪০০/=
সাধারণ খানা (দুই বেলা)               :      ১৭০০/=
বিশেষ খানা (দুই বেলা)                 :      ২৪০০/=
নাস্ত                                            :        ৭০০/=
ফ্রি খানা জারী বাবদ বছরে এককালীন    :       ১৭০০/=

হিফজ ও মক্তব বিভাগ:
ভর্তির ভর্তি ফরম (পুরাতন)         :       ১০০/=
ভর্তি ফরম (নতুন)                 :       ২০০/=
ভর্তি ফি                         :     ২৫০০/=
মাসিক আবাসিক চার্জ             :        ৪০০/=
সাধারণ খানা (দুই বেলা)             :      ১৬০০/=
বিশেষ খানা (দুই বেলা)             :      ২২০০/=
নাস্ত                             :        ৭০০/=
ফ্রি খানা জারী বাবদ বছরে এককালীন    :       ১৭০০/=

আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা

ভর্তির নিয়মাবলী
ভর্তি ফরম প্রদান    :    ৬ শাওয়াল, সকাল ৭টা
লিখিত পরীক্ষা        :     ৬ শাওয়াল, সকাল ৯টা
মৌখিক পরীক্ষা        :     ৭ শাওয়াল, বাদ ফজর
ফলাফল ও ভর্তি        :     ৭ শাওয়াল, বাদ আসর

লিখিত পরীক্ষার বিষয়
বুখারী শরীফ ১ম খন্ড
হিদায়া ৩য় খন্ড
নূরুল আনোয়ার (কিতাবুল্লাহ)

মৌখিক পরীক্ষা : উন্মুক্ত

ভর্তির শর্তাবলী
১. হাইয়াতুল উলইয়া কিংবা গ্রহণযোগ্য প্রসিদ্ধ কোনো প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিসে কমপক্ষে ‘জায়্যিদ জিদ্দান’ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২. দাওরায়ে হাদিসের নম্বরপত্র সঙ্গে আনতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে।
৪. লিখিত ও মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৬৫ করে পেতে হবে।
৫. স্বহস্তে আরবীতে ফরমপ্রাপ্তির দরখাস্ত দিয়ে ফরম গ্রহণ করতে হবে।

সার্বিক যোগাযোগ : 01831373738, 01816367975