| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ইবতিদাইয়্যায় ছেলেদের মধ্যে প্রথম জামিয়া আশরাফিয়া শান্তিধারার তানভীর


ইবতিদাইয়্যায় ছেলেদের মধ্যে প্রথম জামিয়া আশরাফিয়া শান্তিধারার তানভীর


রহমত নিউজ ডেস্ক     15 April, 2023     11:57 PM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার জামিয়া আশরাফিয়া শান্তিধারার মো: আব্দুর রহমান তানভীর। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

একনজরে ইবতিদাইয়্যাহ মারহালার ফলাফল
মোট পরীক্ষার্থী ৯৩৫১৩ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ৪৫৩৫। মুমতায (স্টার মার্ক) ১০২৮৪ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৩১৮০ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৩১৩৪ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩০৩৬৯ জন। মোট পাস ৬৬৯৬৭। পাসের হার ৭৫.২৬%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ৩১৪৯১, অনুপস্থিতির সংখ্যা ১৮৫৮। মুমতায (স্টার মার্ক) ৬৮০৫ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮০৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪২৪৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৩৫৮ জন। মোট পাস ২৪২১০। পাসের হার ৮১.৭০%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ৬২০২২, অনুপস্থিতির সংখ্যা ২৬৭৭। মুমতায (স্টার মার্ক) ৩৪৭৯ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৭৩৭৬ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৮৮৯১ জন। মাকবুল (৩য় বিভাগ) ২৩০১১ জন। মোট পাস ৮১৭৫৭। পাসের হার ৭৫.২৬%।