| |
               

মূল পাতা সারাদেশ জেলা টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল কুমিল্লার ১৬০ শিশু


টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল কুমিল্লার ১৬০ শিশু


রহমত নিউজ     25 December, 2022     12:37 PM    


টানা ৪০ দিন মসজিদে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে কুমিল্লার ১৬০ শিশু। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অনাড়ম্বর পরিবেশে পূর্বঘোষিত পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। ‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পেরেছে। এর মধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়। 

শুক্রবার সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গল্লাই ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, দোল্লাই নোয়াবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, পরিবর্তন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক মজুমদার, জে এইচ সুমন, ইঞ্জিনিয়ার্স তাফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, কেফায়াত উল্লাহ, সোহেল রানা, আজহারুল ইসলাম, মাওলানা মাহদি হাসান, আহসান উল্লাহ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা সদর