| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে: মোস্তফা আল মাহমুদ


জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে: মোস্তফা আল মাহমুদ


ওসমান হারুনী     25 December, 2022     12:41 PM    


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে। উন্নয়ন কর্মকান্ডে সুষমবন্টনসহ মানুষের কল্যাণে কাজ করা হবে। 

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায়  ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা আল মাহমুদ আরও বলেন, পল্লী বন্ধুর দূর দর্শিতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী নির্বাচনে জয়ী হওয়ার তৃণমূল সংগঠনকে শক্তিশালীসহ সবাইকে  জাতীয় পার্টির হয়ে কাজ করতে হবে। 

স্থানীয় একটি কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে  জাতীয় পার্টি  চিনাডুলী ১ নং ওয়ার্ডে  সভাপতি ফেলু শেখ ঘুতুর সভাপতিত্বে  সম্মেলনে  বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা সাবেক যুব সংহতি এড,আনিছুর হক মানিক, সেচ্ছা সেবক পার্টি আহবায়ক মালেক, জাতীয় পাটি জেলা পৌর আহবায়ক সাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর সরকার,সাইফুল ইসলাম আরজু মিয়া, জেলা জাতীয় পার্টি সদস্য হারুন অর রশিদ উপজেলা জাতীয় পার্টি সদস্য আল- আমিন মাষ্টার,রোকনুজ্জামান সবুজ, আব্দুল খালেক, রাজা, জাতীয় সেচ্ছা সেবক পার্টি  সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুব সংহতি আহবায়ক শাহিন,যুগ্ম আহবায়ক জহুরুল মন্ডল, উপজেলা মহিলা জাতীয় পার্টি সহ-সভাপতি আনিছা বেগম,চিনাডুলী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস ছাওার সাধারণ সম্পাদক আতিকুর রহমান লাঞ্জু,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হিরু সহ অনেকেউপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ফেলু শেখ ওরুফে ঘুতু এবং হানি শেখ কে সাধরণ সম্পাদক  করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন।