| |
               

মূল পাতা স্বাস্থ্য ‘দেশে প্রতি ৫ জনে একজন মানসিক সমস্যায় ভুগছে’


‘দেশে প্রতি ৫ জনে একজন মানসিক সমস্যায় ভুগছে’


স্বাস্থ্য ডেস্ক     13 December, 2022     10:32 PM    


জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে প্রতি পাঁচ জনে একজন মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু রোগীর তুলনায় দেশে মানসিক চিকিৎসায় চিকিৎসক একেবারেই কম। এই পরিস্থিতিতে ব্যক্তি ও সমাজকেন্দ্রিক স্বাস্থ্য সেবার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই।  প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্ত করন ও জোরদার করার লক্ষে যশোর, চাপাইনবাবগঞ্জ, কক্সবাজারসহ ৪ জেলায় প্রকল্প গ্রহণ করেছে সরকার। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা আরও জোরদার হবে। 

আজ (১৩ ডিসেম্বর) যশোর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর বিএমএ এর সভাপতি ডা. কামরুল ইসলাম বেনু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহিদুর রহমান, যশোর স্বাচিপের সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম, ডা. রফিক-উস-ছালেহীন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মারুফ আহমেদ খান, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আহসান আজিজ সরকার। 

জেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্ত করণ ও জোরদার করার বিষয়ে কর্মশালার আয়োজন করে এমব্যাসি অফ সুইডেনের অর্থায়নে, স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কর্মশালায় অংশ নেন মেডিকেল কলেজের চিকিৎসক, উপজেলার চিকিৎসক, কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম, উন্নয়ন কর্মীরা। সরকারের জাতীয় মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকৌশলের ওপরে ভিত্তি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ, মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের যত্নের বিষয়ে উপস্থিত বক্তাগণ আলোচনা করেন।